দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ রবিবার পাঁচ ঘণ্টা পর বন্ধ থাকার পর সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ভোর চারটা থেকে এই নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
কুয়াশার কারণে ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে গেলে ভোর চারটার দিকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে।