দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মহাসড়ক থেকে সাত দিনের মধ্যে অবৈধ ও লাইসেন্স বিহীন যানবাহন প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশে ওইসব জেলার মহাসড়কে চলাচলরত নসিমন, করিমন, ভটভটির কথা উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে মোটরচালিত যানবাহন অধ্যাদেশ অনুসরণ ও মহাসড়কে ওইসব যানবাহন চলাচল বন্ধ করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
রুলে স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, পুলিশের মহাপরিচালক, ডিআইজি (হাইওয়ে) জয়েন্ট কমিশনার (ট্রাফিক) বিআরটিএর চেয়ারম্যান ও ওই সব জেলার পুলিশ সুপারদের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই দশটি জেলা হলো- যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিদিন যাত্রীদের প্রাণহানি ঘটে ও শত শত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়।