জঙ্গিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমরা কঠোর হস্তে দমন করেছি। দেশের মাটিকে কোনভাবেই জঙ্গিবাদের লীলাক্ষেত্র হতে দেব না। জঙ্গিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না।
আজ বুধবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে আমরা প্রস্তুত। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জন্য কাজ করে যাব। দেশে যাতে কোনোভাবেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের জনগণকেও সতর্ক থাকতে হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সাহস নিয়ে নিজের দায়িত্ব পালন করবেন। জনগণের প্রতি ভালোবাসা পাবেন। আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সকালে গাজীপুরে পৌঁছান। তার আগমনে সফিপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রথমে তিনি ইয়াদ আলী প্যারেড রাউন্ডে আনসার সদস্যদের কুচকাওয়াচ ও সালাম গ্রহণ করেন। এরপর প্রধান অতিথির ভাষণ দেন।