টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের মাইজার চালা ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে ২/৩/২০ দিনাজপুর সেক্টরের বিজিবি ৮২ মিলিমিটার মর্টার ফায়ার করার সময় ব্যারেলের ভিতর গোলাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে ও সিএমএসএ নেয়ার দুই সেনা কর্মকর্তা ও তিন বিজিবি সদস্য নিহত হয়।
আজ বুধবার সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত: ১৪ জন। আহতদের প্রথমে ঘাটাইল সিএমএইচ এর আইসিইউতে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় ৭ জনকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ-এ পাঠানো হয়েছে।
নিহতরা হলেন: ঘাটাইল সেনানিবাসের ৪ বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুর, রাজেন্দ্রপুর সেনানিবাসের ২০ বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ, দিনাজপুর বিজিবির ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সিপাহী একরামুল ও সিপাহী সুফিয়ান।
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।