সাভারে আনলিমা টেক্সটাইল নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তাড়াহুড়া করে আগুন নেভাতে গিয়েও ৩০ জন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে সাভার পৌর এলাকার উলাইলে আনলিমা টেক্সটাইলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক পক্ষ জানিয়েছে, মেশিন অতিরিক্ত গরম হওয়ার এই ঘটনা ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বুধবার দুপুর ১২টা ৫ মিনিটের সময় আনলিমা টেক্সটাইলের নিচতলার স্ট্যান্ডার্ড মেশিনে কাজ চলার সময় হঠাৎ আগুন ধরে যায়। নিচতলার ফ্লোরে তৈরীকৃত ফেব্রিক্স থাকায় মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সাভার ফায়ার স্টেশনের সহকারী স্টোন অফিসার আহম্মেদ আলী বেপারী জানায়, ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় প্রায় ২ কোটি টাকা মূল্যমানের স্ট্যান্ডার্ড মেশিনসহ প্রতিষ্ঠানটির বেশ কিছু মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
রুবিনা আক্তার নামে কারখানার শ্রমিক জানান, কারখানার কাজ করার সময় হঠাৎ করে আগুনের ধোয়া দেখতে পাই। এসময় আমরা শ্রমিকরা তারাহুড়া করে বের হয়ে যাই।
আগুনের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছে কারখানার ম্যানেজার মাহবুবুর রহমান।