যেন শিমুল-পলাশের রঙে সেজেছে গোটা বাঙালী প্রাণ। বসন্তের গানে, লাল-হলুদে ঋতুরাজ বসন্তকে বরণ করতে আজ সাত-সকালেই পায়ে পায়ে পথে নামে তরুণ-বৃদ্ধ-যুবা সকলে। সূর্যোদয়ের আলোর ছটার সাথে সাথে ‘আহা আজি এ বসন্তে........' সুরের মূর্ছনায় বসন্তবরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। বকুলতলায় বাসন্তি রঙের ছড়িয়ে পড়ে উৎসব আমেজ।
বসন্তের গানে আন্দোলিত হয় হাজারো প্রকৃতি প্রেমিক। ফুলে ফুলে প্রকৃতির সঙ্গে নিজেকে সাজিয়ে তোলে শিশু ও তরুণীরা। আহা আজি এ বসন্তে, আসে বসন্ত ফুলবনে, ফাগুন এলো হাওয়ায় হাওয়ায়, দোলা লাগিল দখিনার বনে বনে, বসন্তে ফুল গাঁথল, এলো ঐ বনান্তে পাগল বসন্ত, বসন্ত এলো এলো এলো রে -ইত্যাদি নানা গানে প্রাণে প্রাণে ছড়িয়ে পড়ে বসন্ত আমেজ। এভাবে গানে গানে শেষ হয় সকালের বসন্তবরণ।
রাজধানীতে দিনব্যাপি বসন্ত বরণে প্যাকেজ উৎসবে এরপর রয়েছে বসন্ত শোভাযাত্রা, আবীর ও ফুলের প্রীতিবন্ধনীর পাশাপাশি থাকবে নাচ ও গানের আয়োজন।
বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত একযোগে এ অনুষ্ঠান চলবে চারুকলার বকুলতলা, পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক, লক্ষ্মীবাজার এবং ধানমন্ডি ৮ নম্বর রোড সংলগ্ন রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে।