যশোরের অভয়নগরে মেসবাহ বাহিনীর প্রধান মেসবাউর রহমান (৪০) র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৪ টার দিকে অভয়নগর উপজেলার চাপাতলা শালবাগানে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিসত্মল, একটি শাটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গত ২৬ জানুয়ারি অভয়নগরের মাগুরা বাজারে চিকিত্সক চৈতন্য ম্ললকে কুপিয়ে ও পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি ছিলেন মেসবাউর রহমান।