সুন্দরবনের করমজল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু সিরাজ বাহিনীর প্রধান সিরাজ শিকদার নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় করমজল পর্যটন স্পট থেকে প্রায় দুই কিলোমিটার বনের গহীনে একটি খালে অভিযানকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। উদ্ধারকৃত অস্ত্র ও দস্যু সিরাজের লাশ দাকোপ থানায় রাখা হয়েছে। রাতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলনার দাকোপ থানায় মামলা দায়ের করেছে।