ব্যবসায়ীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িত থাকার অভিযোগে ঢাকার আমিন বাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে সাভার থানা পুলিশের এক সদস্য, একজন সাবেক সেনাসদস্য ও পুলিশের এক সোর্সও রয়েছেন। শুক্রবার মধ্যরাতে র্যাবের অভিযানে তারা ধরা পড়েন।
আটককৃতরা হলেন- সাভার মডেল থানার সহকারী উপ পরিদর্শক ফাজিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রেজাউল হক, সুজন, পুলিশের সোর্স মিরান খান ও সামসুল হক।
আটক পুলিশ সদস্যের কাছ থেকে একটি পিস্তল ও ১৩টি গুলি এবং সাবেক সেনা সদস্যের কাছে একটি পিস্তল ও চারটি গুলি পাওয়া গেছে বলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সাংবাদিকদের জানিয়েছেন।