মন্ত্রিসভায় জাতীয় পার্টি না গেলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সরকারের সমালোচনা করবে কি না এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সরকারের সামালোচনা করা বিরোধী দলের কাজ। সেটা করতে পারলেই সরকার ও জনগনের কল্যাণ হবে। জাতীয় পার্টি মন্ত্রিসভায় না গেলে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারত।’
তত্বাবধায়ক সরকার যৌক্তিক কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। এটা নিয়ে আমার মনে সংশয় রয়েছে।’
জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ বিভেদ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘জাতীয় পর্টির মধ্যে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টি মানেই লাঙ্গল। আগামী নির্বাচনেও লাঙ্গলই প্রতীক হবে। এই প্রতীক বরাদ্দ দেওয়ার দায়িত্ব আমার।’ তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ধ্বংসের জন্য নয়।’
এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই স্কুলের সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। এই স্কুলের সাফল্য আমাকে আনন্দিত করে। ব্যর্থতা আমাকে কষ্ট দেয়। কিন্তু আমি আর ঢাকার এমপি নই। আমি এখন রংপুরের এমপি। তাই এই স্কুলের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এতে আমি আহত হয়েছি। তবে এ স্কুলের সঙ্গে আমার যোগাযোগ থাকবে।’
প্রসঙ্গত, এমপি হিসেবে এরশাদ এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।