চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের জামিনের সময়সীমা শেষ হওয়ার পর রবিবার সকাল সাড়ে ১১টায় তিনি আদালতের কাছে ওই চার মামলার জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন। আমান উল্লাহর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন।
মহানগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়মুর হাসান উজ্জ্বল শুনানি শেষে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই চারটি মামলায় হাইকোর্ট থেকে আমানের জামিন নেওয়া ছিল।