২০১৩ সালের প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হয়েছে। আজ রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফল ঘোষণা করেন।
প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের আলোকে বৃত্তির ফল ঘোষণা করা হয়েছে। এ বছর প্রাথমিকে মোট বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ২১ হাজার ৯৭৮ জন বৃত্তি পেয়েছেন। সাধারণ কোটায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৩৪ জন।