অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে অব্যাহতি দিয়েছেন রাষ্ট্রপতি।
আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের নিয়োগ বাতিল করে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ আমিনুল ইসলামের স্বাক্ষরে আদেশটি জারি করা হয়েছে।
এম কে রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে এ দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।