যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'মূল পদ্মাসেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে চায়না মেজর ব্রিজ অ্যান্ড কোম্পানি নামের একটি চীনা প্রতিষ্ঠান। আগামী তিন সপ্তাহের মধ্যে এই প্রতিষ্ঠানকে সেতুর নির্মাণকাজের কার্যাদেশ দেয়া হবে।'
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, 'আগস্টে নদী শাসনের কার্যাদেশ দেয়া হবে। ২০১৭ সালের শেষে বা ২০১৮ সালের প্রথম দিকে অর্থাৎ সাড়ে তিন বছরে পদ্মাসেতুর মূল কাজ শেষ হবে।'