প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ জানান, 'ভোটের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। ৭৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ২টি কেন্দ্রের ভোট স্থগিত ও ১টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।'
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিইসি এ সব কথা বলেন।
সিইসি বলেন, 'শেষ ধাপে ১২টি উপজেলায় নির্বাচন ও তারাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।'
সিইসি জানান, আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জুন নির্ধারণ করা হয়েছে।