দেশের বিভিন্ন গণমাধ্যমে দুর্ঘটনাসহ সহিংসতার বীভৎস ছবি প্রকাশ বন্ধ করার জন্য তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য জাতীয় সম্প্রচার নীতিমালাও সংশোধনের কথা বলেছেন তিনি।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত অ্যাজেন্ডার বাইরে এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরের চারপাশের (বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা) নদী দূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নদীর তীর যে-ই দখল করুক না কেন, তাদের উচ্ছেদ করে পথচারীদের জন্য ওয়াক ওয়ে করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলা এবং এসব বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারের যে প্রকল্প রয়েছে, তার কাজ দ্রুত শুরু করারও পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় এসব বিষয় ছাড়াও কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।