নোয়াখালীর চাটখিলে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে দুই পরিবহণ শ্রমিক খুন হয়েছে। এ সময় আরো অন্তত চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদের বিক্ষুদ্ধ লোকজন চাটখিল-ঢাকা ও চাটখিল-রামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে পাচঁটার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে চাটখিল বাজারের ভ্যানগাড়ি চালক দুলাল(৩০) স্থানীয় হাজি বাড়ির মো. ইব্রাহিমের ছেলে এবং কামাল হোসেন(৩০) দশঘড়িয়া বাজারের মুনষ্টার পরিবহণের টিকিট কাউন্টারের ম্যানেজার। এ সময় আহতদের মধ্যে মনির হোসেন নামে একজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটখিল থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছে, সকাল সাড়ে পাঁচটার দিকে মুখোশধারী দুই সন্ত্রাসী মোটরসাইকেযোগে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় চাটখিল বাজারে ভ্যানগাড়ি চালক দুলাল ও দশঘটিয়া বাজারে পরিবহণ শ্রমিক কামাল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।