ঢাকার ধামরাইয়ে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় অবস্থিত প্রতিক সিরামিকসের একটি শ্রমিকবাহী বাস (ঢাকা-চ-৮২১) সাভার থেকে শ্রমিক নিয়ে কারখানার উদ্দেশে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া নামক স্থানে পৌঁছালে অন্য একটি গাড়ীকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই জাহানারা নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দু’জন। এ দু’জন হলেন অর্চনা রানী (৩০) ও রওশন আরা (২৫)।