একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলায় আপিলের শুনানি ৩ জুন পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। আজ আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে কামারুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।
প্রস্তুতির জন্য পাঁচ সপ্তাহ সময় চেয়ে সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সকালে শুনানির পর আদালত আগামী ৩ জুন পর্যন্ত সময় মঞ্জুর করে।
আদালতে খন্দকার মাহবুব নিজেই শুনানি করেন। এর আগে আরো দুইদিন মামলাটি তালিকায় এলেও অবস্থানক্রমে পেছনে থাকায় শুনানি হয়নি।
যুদ্ধাপরাধের মামলার আপিলে এবারই প্রথম প্রধান বিচারপতি থাকছেন না। এই বেঞ্চে বিচারপতি এস কে সিনহার সঙ্গে রয়েছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।