জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামী রবিবার আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।
খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী। এ ছাড়া তার পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
এ ছাড়া দুদকের পক্ষে উপস্থিত ছিলেন খুরশিদ আলম সরকার।
উল্লেখ্য, গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে 'জিয়া অরফানেজ ট্রাস্ট' ও 'জিয়া চ্যারিটেবল ফান্ড' দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।