ফেনী জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে পুড়িয়ে ও গুলি করে হত্যা করার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব হক শাকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, 'একরামুল হক অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ নেতা। ফুলগাজীকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। যারা দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, যারা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করতে চায় সেই দেশবিরোধী অশুভ শক্তিই একরামুল হককে নৃশংসভাবে হত্যা করতে পারে।'
তিনি ফুলগাজীবাসী এবং সমগ্র দেশবাসীকে এই নির্মম হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত ফুলগাজীবাসী ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে মঙ্গলবার সকাল ১১টায় ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হককে (৫০) গুলি করে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দগ্ধ হন গাড়িতে থাকা আরও চারজন।