বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, ‘সেনাবাহিনীর সদস্যরা আজ চাঁদাবাজি করছে। আপনারা র্যাব থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করুন। আমাদের দেশের সেনাবাহিনীর বিশ্বের দরবারে যে উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে তা আর ক্ষুণ্ণ হতে দেবেন না।’
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং মামলার আদালত স্থানান্তরের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
খোকা বলেন, 'র্যাবকে নিয়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা চলতে দেয়া যায় না। বিভিন্ন বাহিনী থেকে সদস্য নিয়ে জঙ্গি নিধনের প্রয়োজন র্যাবের সৃষ্টি করেছিলেন খালেদা জিয়া। সতর্কতার সঙ্গে র্যাবকে নিয়ন্ত্রণ করা হয়েছিল নীতিমালার মাধ্যমে। অথচ সেই র্যাবকে এই সরকার ব্যবহার করছে রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের গুম ও হত্যার কাজে। র্যাব আজ আতঙ্কের বাহিনীতে পরিণত হয়েছে।'
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।