নির্বাচন কমিশন (ইসি) বুধবার আরও ৫ উপজেলার তফসিল ঘোষণা করবে। রমজান মাসের আগেই ৫টি উপজেলায় ভোটগ্রহণ করতে চায় কমিশন। ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।
উপজেলাগুলো হলো- বরিশালের মেহেন্দীগঞ্জ, নেত্রকোণার আটপাড়া, শেরপুরের নকলা, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর।
নির্বাচন কমিশন সচিবালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুধবার বেলা ১১টায় কমিশনের বৈঠক হবে। বৈঠকে মূলত ৫টি উপজেলার তফসিল নিয়ে আলোচনা হবে। এসব উপজেলার সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ২৫ জুন নির্ধারণ করা হয়েছে।