রাষ্ট্রপতি আবদুল হামিদ ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
রাষ্ট্রপতি প্রেসসচিব ইহসানুল হক করিম আজ সন্ধ্যায় বলেন, “রাষ্ট্রপতি এ ধরনের জঘন্য হত্যার তীব্র নিন্দা জানান ও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।”
রাষ্ট্রপতি আবদুল হামিদ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গাড়ির ভেতরে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা আরো তিনজন দগ্ধ হন।
উল্লেখ্য আজ বেলা ১১টার দিকে ফেনী সদরে বিলাসী হোটেলের সামনে এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজন হলেন- ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন (৬০), স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ফরহাদ (৩২) ও গাড়িচালক মামুন (৩০)।