ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হকের প্রথম নামাজে জানাজা শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমাম ছিলেন ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মাহমুদুল হাসান।
এর আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পৌর মেয়র আলাউদ্দিন ও নিহত একরামুলের বড় ভাই সেলিম।
এ সময় ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার ও ৩ আসনের সংসদ সদস্য রহিমুল্লা উপস্থিত ছিলেন।