ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহে দু'টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।