চিরনিদ্রায় শায়িত হলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম। ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার গ্রাম বন্ধুয়ার তাকে দাফন করা হয়।
বুধবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম, জেলা পরিষদ প্রশাসত আজিজ আহাম্মদ চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনের কমকতারা।
এর আগে যোগাযোগমন্ত্রী হেলিকপ্টার যোগে ফুলগাজী আলী আজ্জম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
শহরের মিজান ময়দানে সকাল নয়টায় প্রথম ও বেলা ১১টায় ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে হত্যা করেছে সন্ত্রাসীরা।