জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কাউন্সিলসহ তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই মেয়াদোত্তীর্ণ জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল এবং এর আগেই অসমাপ্ত সাংগঠনিক জেলা ও অঙ্গ সহযোগী সংগঠন পুনর্গঠনের কাজ শেষ করা হবে। দীর্ঘ আট মাস পর আজ অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের বৈঠকে এমন সিদ্ধান্তই আসছে বলে দলের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে। তা ছাড়া পহেলা মে রাজধানীসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার বিষয়টি নিয়েও আজকের সভায় আলোচনা হবে।
দলকে শক্তিশালী করতে পার্টির নতুন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বাংলাদেশ প্রতিদিনকে জানান, পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে ও বিরোধীদলীয় নেতার সার্বিক নির্দেশনায় সঠিক ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দলকে সারা দেশে শক্তিশালী করার কাজ চলছে। এ লক্ষ্যে আজ জাতীয় পার্টির প্রেসিডিয়াম, সংসদ সদস্য ও মন্ত্রীদের যৌথসভা সভা অনুষ্ঠিত হবে। এতে হুসেইন মুহম্মদ এরশাদ এবং বেগম রওশন এরশাদ উপস্থিত থাকবেন। পার্টিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সভায় পরবর্তী করণীয় ঠিক করা হবে। তিনি বলেন, জাতীয় পার্টি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। আমরা প্রধান রাজনৈতিক দল হতে চাই। মে দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে র্যালি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানেও পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী উপস্থিত থাকবেন। এবারই প্রথম মে দিবসে সারা দেশে জাতীয় পার্টির র্যালি, আলোচনা সভা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, রাজধানীর গুলশানের হোটেল লেকশোতে আজকের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জানা যায়, দলকে শক্তিশালী করার অংশ হিসেবে চলতি মাসেই অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে দলের যৌথসভা অনুষ্ঠিত হবে। আগামী মাসে জেলা-উপজেলা কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠনের কাজ শুরু হবে। জুন থেকে দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচি শুরু হবে। এসব কর্মসূচি চলাকালে দেশের একাধিক জেলা সফর করবেন পার্টির চেয়ারম্যান এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। কর্মসূচি সফল করতে প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের সমন্বয়ে একাধিক টিম গঠন করা হতে পারে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ জানান, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তত্পরতা বৃদ্ধির জন্য মে মাসেই গণসংযোগে নামতে পারেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ৭৬টি সাংগঠনিক এলাকায় প্রতিনিধি সম্মেলন করবেন। সংগঠনিক সফর শেষে কাউন্সিল করে কমিটি গঠন করা হবে।
মে দিবসের কর্মসূচি প্রসঙ্গে আয়োজক কমিটি জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদার জানান, ১ মে কাকরাইলে হুসেইন মুহম্মদ এরশাদের শ্রমিক সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশের আগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যালি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর জিয়াউদ্দিন আহমেদ বাবলু তৃণমূল থেকে পার্টিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেন। চলতি বছরের মধ্যেই সর্বস্তরে সম্মেলন করার মাধ্যমে তিনি এ কাজ শেষ করতে চান। দলে নতুন-পুরাতনের সমন্বয়ে সঠিক ও গতিশীল নেতৃত্ব সৃষ্টি হয় এবং পার্টির নেতা-কর্মীদের সক্রিয় করতে চান তিনি।