জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেন, 'সরকার চাইলে খুন-গুম বন্ধ করা সম্ভব। আর এ জন্য পুলিশকে স্বাধীনতা দিতে হবে ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।'
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, 'প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি, খুন-গুম। এমন কোনো দিন নেই যে, রক্ত নেই। এটা কি বন্ধ করা যায় না?'
তিনি বলেন, 'যাঁরা অপরাধী, যাঁরা খুন-গুম করেন, তাঁরা জানেন, তাঁদের কিছু হবে না। ওসি সাহেবের কাছে গেলে, একজন ফোন করে বলবেন, আমার লোক, ছেড়ে দাও। এফআইআর দিয়ো না। তাই পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এটা সরকারের দায়িত্ব। সরকার যদি চায়, তাহলে সব খুন-গুম বন্ধ করা সম্ভব।'