বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না। পূর্ব নির্ধারিত সূচী অনুসারে সোমবার দেশে থাকছেন না হাসিনা। তাই তাঁর পক্ষে সশরীরে নয়াদিল্লির এই নিমন্ত্রণ রক্ষা করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রীর তরফে জাতীয় সংসদের শিরিন চৌধুরি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সার্কের সমস্ত রাষ্ট্রের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।