একরামের শতভাগ আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের ফসল। সরকারের ব্যর্থতা, শিথিলতা ও প্রশাসনের নিরবতার কারণেই প্রকাশ্য দিবালোকে ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরামকে শতশত মানুষের সামনে খুন হতে হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ফেনী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি।
তিনি জানান, মানুষ মানুষকে এমন নির্দয়ভাবে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করতে পারে তা বিশ্বাস করতেও কষ্ট হয়। এর নিন্দা জানানোর ভাষাও আমার জানা নেই। একরামকে দিনে দুপুরে প্রকাশ্যে কারা হত্যা করেছে তা সবাই দেখেছে।
ভিপি জয়নাল বলেন, একরাম খুনের সময় আমি ঢাকায় ছিলাম, অসুস্থ ছিলাম। তবে শতভাগ পরিষ্কার এবং আমার দৃঢ় বিশ্বাস এটি আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের ফসল। এটি মানুষের মুখে মুখে প্রচার হচ্ছে। প্রতিটি মিডিয়ায় ও সংবাদপত্রে প্রচার হচ্ছে। তিনি বলেন, সরকারী দল নিজেরা একরামকে খুন করে তা আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে। এখন তারা বিএনপি নেতা মিনার চৌধুরীর মত লোকের কাঁধে ঘটনাটি চাপাতে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সম্প্রতি ফেনীতে যেভাবে খুন-খারাপি শুরু হয়েছে তা কঠোর হস্তে দমন করা না গেলে কারো নিরাপত্তা থাকবে না। আমরা ঘর থেকে বের হওয়ার সাহস হারিয়ে ফেলব। একরামের হত্যাকাণ্ডটি আওয়ামী লীগ তাদের স্বার্থ সিদ্দির জন্য ঘটিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।