বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে আইনের শাসনের অনুপস্থিতি আমাদের কাছ থেকে সভ্য পরিবেশ উধাও করে দিয়েছে, সারাদেশে পৈশাচিক তাণ্ডব চলছে। আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা আবার এক নৈরাজ্যকর পরিস্থিতিতে ফিরে যাচ্ছি।
তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসনামলে তাণ্ডবে আতঙ্কিত হয়ে প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন লিখেছিলেন, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’ সেই অবস্থাকেও ছাড়িয়ে গেছে এখনকার পরিস্থিতি।
এসময় ফেনীতে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে ও পুড়িয়ে হত্যার ঘটনা তুলে ধরে আক্ষেপ করে বেগম খালেদা জিয়া বলেন, দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল শান্তিতে বেঁচে থাকার জন্য। কিন্তু শাসক দলের অপকর্ম ও দুঃশাসনে দেশে আজ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। গুম করা হচ্ছে। স্বাধীন দেশের আজ এ কী অবস্থা!
আজ সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজকের মতবিনিময়ে যাদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন- এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, ইফতেখার আহমেদ দিনার, মো. জহির, সেলিম রেজা, আসাদুজ্জামান, সম্রাট মোল্লা, মাজহারুল ইসলাম রাসেল, পারভেজ হোসেন, চঞ্চল, আল-আমিন, খালেদ হোসেন সেলিম, সাজেদুল ইসলাম সুমন, আবদুল কাদের ভুইয়া মাসুম (তানভির), এ এম আদনান চৌধুরী, নিজাম উদ্দিন মুন্না, কাউসার, মো. তরিকুল ইসলাম, মাহবুব হোসেন সুজন, কাজী ফরহাদ, তরিকুল ইসলাম তারা, মফিজুল ইসলাম রাশেদ।
উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসীম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান প্রমুখ।
উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসীম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান প্রমুখ।
এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড পিয়াস করিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা বেগমও বক্তব্য রাখেন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/292485.html#sthash.kHshoXHH.dpuf