সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের সাথে মাদক ব্যাবসায়ীদের বন্ধুকযুদ্ধে শুকুর আলী নামে এক ফেনসিডিল ব্যাবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আটক গুলিবিদ্ধ শুকুর আলীর নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী ব্রীজের নিকট এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। আহত শুকুর আলীকে পুলিশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। সে উপজেলার সুলপুর গ্রামের আলহাজ্ব আতিয়ার রহমানের ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রহমান জানান, শুক্রবার রাত ৪ টার দিকে বিপুল পরিমান একটি ফেনসিডিলের চালান কালিগঞ্জ থেকে শ্যামনগরে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশ কালিগঞ্জের কাকশিয়ালী ব্রীজের উপর অবস্থান নেয়। এসময় একটি মটরসাইকেলযোগে ৩ জনের একটি চোরাচালানী গ্রুপ ব্রীজের নিকট আসতেই তারা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ করে পর পর ২টি ককটেল বিস্ফোরন ঘটায়।
পুলিশও তাদের লক্ষ করে পর পর ১০ রাউন্ড গুলি বর্ষন করে। এসময় শুকুর আলী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। এসময় তার বাকী ২ সহযোগী মটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ শুকুর আলীকে আটক করে তার বডি তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
গুলিবিদ্ধ শুকুর আলীর অবস্থার অবনতি হলে পুলিশ চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।