ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বৃহস্পতিবার সভা করতে না দেওয়ায় রবিবার ঢাকা মহানগরের থানায় থানায় ও সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষিণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।