ভারতে পাচারের সময় সাতক্ষীরায় বিজিবি অভিযান চালিয়ে এক কেজি সোনা আটক করেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দুড়িয়া সীমান্ত থেকে এ সোনা উদ্ধার করা হয়। তবে এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। সীমান্তের গয়ড়া বাজারের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে একটি মোটর সাইকেলে করে চোরাচালানীরা এই স্বর্ন পাচার করছিল।
\\চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে সোনার একটি বড় চালান সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচার হতে পারে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি টহল দল গয়ড়া বাজারের কলেজের পাশে অবস্থান নেয়।
রাত সাড়ে ১১ টার দিকে মটর সাইকেলে যোগে দুই জন ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো স্বর্ন ফেলে দ্রুত মোটর সাইকেলে পালিয়ে যায়। পরে পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে এক কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।