বৃষ্টির জন্য চোখের পানি ঝরল কোটি মুসল্লির। প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে শুক্রবার সারা দেশে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর দরবারে হাত তুলে মুসল্লিরা চোখের পানি ফেলে ক্ষমা প্রার্থণা করে গরম হতে মুক্তি চেয়েছেন।
মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। জুমার নামাজ শেষে খতিব মাওলানা মো. সালাহ উদ্দিন এই বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তার আগে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের পাপাচারে আল্লাহ নাখোশ। ফলে বৃষ্টি হচ্ছে না। তাই আল্লাহর পথে ফিরে না এলে তিনি আরও বড় গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন। নিজেদের পাপের জন্য তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে।' মোনাজাতে দুই চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ক্ষমা চান উপস্থিত মুসল্লীরা।