সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বাইশেরছিলা এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বিকেলে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকালে ওই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু জানা যায়নি।
আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়।