সুপ্রীম কোর্টের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এ সময় অ্যাডভেকেট জহিরুল ইসলাম মুকুল ও অ্যাডভোকেট মাসুম নামে বিএনপিপন্থী দুই আইনজীবীসহ আট আইনজীবীকে আটক করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুপ্রীম কোর্টের সব গেইটে তালা দেয় পুলিশ। এর প্রতিবাদ করতে গেলে আট আইনজীবীকে আটক করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী অভিযোগ করে বলেন, 'সমাবেশ স্থলে এসে পুলিশ আমাদের লাইট, চেয়ার ও টেবিল সরিয়ে ফেলেছে। ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমানের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্ববতন কর্মকর্তারা সমাবেশ স্থলে এসে বলেছেন যে, আদালতের নির্দেশ রয়েছে এখানে কোনও সমাবেশ করা যাবে না। কিন্তু তারা কোনও লিখিত দলিল দেখাতে পারেননি।'
তিনি বলেন, 'সুপ্রীম কোর্ট প্রঙ্গণে সমাবেশ করতে হলে পুলিশ প্রশাসনের কোনও অনুমতি লাগে না। শুধু প্রধান বিচারপতিকে অবগত করতে হয়। আমরা প্রধান বিচারপতিকে অবগত করার পরও পুলিশ সমাবেশে বাধা দিচ্ছে।'
শেষ খবর পাওয়া পর্যন্ত আইনজীবী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। সুপ্রিমকোর্টের ভেতরে অবস্থান করছেন বিএনপির যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াসহ অর্ধশতাধিক আইনজীবী।
সারা দেশে খুন, গুম, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার সকাল ১০টায় ওই সমাবেশ করার কথা ছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে শুক্রবার রাতে আইনজীবীরা মঞ্চ তৈরি করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন। মঞ্চের যেটুকু বানানো ছিল তাও রাত আড়াইটার দিকে ভেঙে ফেলে পুলিশ।