বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় প্রেস ক্লাবে আসছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আজ শনিবার সকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
মাহবুব উদ্দিন খোকন জানান, সুপ্রীম কোর্টের সব গেটে পুলিশ তালা লাগিয়ে দিয়েছে। তাদের সমাবেশে করতে বাধা দেওয়া হচ্ছে এবং ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই খালেদা জিয়া প্রেস ক্লাবে আসছেন। ইতোমধ্যে তিনি প্রেস ক্লাবের উদ্দেশে রওনা দিয়েছেন।
জানা গেছে, খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার বাসভবনের সামনে এরইমধ্যে প্রটোকলসহ সব ধরনের প্রস্তুতি নিতে দেখা গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার জন্য পুলিশের একটি প্রটোকল গাড়ি আসে। এর কিছুক্ষণ আগে সিএসএফ সদস্যদের নিয়ে একটি গাড়ি আসতে দেখা যায়।
তবে এ সময় পর্যন্ত বিএনপি নেত্রীর বাসার সামনে কোনও নেতাকর্মী বা আইনজীবীদের দেখা দেখা যায়নি।