পুলিশকে ফাংশন করতে দেওয়া হচ্ছে না বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন।
শনিবার রাজধানীর লেকশোর হোটেলে 'আইনের শাসন, নাগরিক অধিকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা: সাম্প্রতিক ভাবনা' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইসিএলডিএস) এ বৈঠকের আয়োজন করে।
গোলটেবিল আলোচনায় সাখাওয়াত বলেন, 'ফেনীতে জনসম্মুখে যে ঘটনা ঘটেছে তাতে আমাদের পুলিশ কী কাজ করতে পারেনা? আসলে তাদের ফাংশন করতে দেওয়া হচ্ছে না।'
এসময় তিনি নারায়ণগঞ্জের ঘটনার বিষয়ও তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'র্যাব বিলুপ্ত নয়, সংস্কার করতে হবে। এজন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না। সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। নিয়োগ, প্রশিক্ষণ এবং পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে।'
শুরুতে আইসিএলডিএস পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ।
এ আয়োজনে অন্যদের মধ্যে আরও উপস্থিত আছেন- এফবিসিসিআই সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ব্যারিস্টার তানিয়া আমির, তথ্য কমিশনার সাদেকা হালিম, জানিপপ চেয়ারম্যান কলিমুল্লাহ, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, অধ্যাপক আব্দুল মান্নান, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।