এ সরকারের প্রতিটি জায়গায় দুর্নীতি ভর করেছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, 'এ সরকারের আইন-কানুনের কোনও বালাই নাই। এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা বলেন, আইন-কানুন মানি না। নীতিমালা দরকার নেই।'
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদীবাদী আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
সরকারকে সতর্ক করে খালেদা জিয়া বলেন, 'এটা কি মামাবাড়ি পেয়েছেন? নাকি শ্বশুর বাড়ি? এটা একটা দেশ। এ দেশে যা ইচ্ছা তাই করা যাবে না। আমরা চাই সুশাসন, মানবাধিকার, উন্নয়ন, শিক্ষা।
তিনি আরও বলেন, 'এ সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে বলে ভয়ে তারা কোনও সমাবেশ করতে দিতে চায়।'
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের সিনিয়র উপদেষ্টা মীর নাসির, আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, নারায়ণগঞ্জ বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া, ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার সাইফুর রহমান প্রমুখ।