ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
আজ রবিবার সকালে বিদ্রোহী কবির ১১৫তম জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকাল সাড়ে ৬টায় মাজারে প্রথম শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এরপর কবি পরিবার শ্রদ্ধা জানায়। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী আসাদুজ্জামান নূর শ্রদ্ধাজ্ঞাপন করেন। আওয়ামী লীগের পক্ষে কবির মাজারে শ্রদ্ধা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কবির মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।