মানিকগঞ্জের শিবালয়ের শালজানা এলাকা থেকে ডাকাত সন্দেহে মেজরসহ সাদা পোশাকের ১৪ জন র্যাব সদস্যকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদেরকে র্যাব ৪ এর লে. কমান্ডার ফাইজুল ইসলাম মণ্ডলের নিকট হস্তান্তর করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে সাদা পোশাকের ৫ সদস্যের র্যাবের একটি দল বহনকারী গাড়ী রাস্তার গর্তে আটকে যায়। এসময় পাহারারত গ্রামবাসী ডাকাত সন্দেহে তাদের আটক করে। তারপর সাদা পোশাকে র্যাবের আরও ৯ সদস্যের একটি দল ঘটনাস্থলে এলে জনতা তাদেরকেও আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। র্যাবের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
আটককৃতদের র্যাব- ৪ এর লে. কমান্ডার ফাইজুল ইসলাম মণ্ডলের নিকট হস্তান্তর করা হয়।
আটককৃত র্যাব সদস্যরা হলেন: মেজর এইচ এম সেলিমুজ্জামান, লে. সরফরাজ, ডিএডি এনামূল, সার্জেন্ট আব্দুল আলীম, এস আই হানিফ, এ এস আই ইউনুস, কর্পো. কাবিরুল, লে. কর্পো. ওয়াজ উদ্দিন, লে. কর্পো. আলমগীর, সৈনিক শফিক, সৈনিক আজিবুল, সৈনিক দিদার, কং/শাহাবুর, কর্পো. রফিক।