ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঝড়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বোয়ালমারী উপজেলার সাতোর ইউনিয়নের বেরাদি গ্রামের বাবুল শেখ (৪৪) এবং দাদপুর ইউনিয়নের শেরপুর গ্রামের প্রিয়া আকতার (১৪)। ঝড়ের তাণ্ডবে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৫শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঝড়ে উপজেলার সাতোর, দাদপুর এবং ঘোষপুর ইউনিয়নের ৩০ টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।