অপহরণের সাড়ে তিন বছর পর মুক্তি পাওয়া সাত বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ নং ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্র সীমা) খুরশিদ আলম বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের গ্রহণ করেন। এ সময় সরকারের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দেশে ফেরা নাবিকেরা হলেন-সাতক্ষীরার গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আবুল কাশেম সরকার ও নুরুল হক, চাঁদপুরের লিমন সরকার এবং চট্টগ্রামের আমিনুল ইসলাম ও জাকির হোসাইন।
বিমানবন্দর থেকে তাদেরকে উত্তরার হোটেল মেরিনোতে নেওয়া হয়। সেখানে তারা সাংবাদিকদের সামনে তুলে ধরেন বন্দি থাকাকালীন সময়ের দুঃসহ অভিজ্ঞতা।
চট্টগ্রামের নাবিক জাকির হোসেন বলেন, একটা রুটি খেয়ে দিন কাটিয়েছি। এক দিনে এক লিটার পানিও জুটতো না। অকথ্য নির্যাতন চলতো দিনের বিভিন্ন সময়। আজ ফিরে এসে মনে হচ্ছে, নতুন জীবন পেয়েছি।
চাঁদপুরের লিমন সরকার বলেন, মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি। আমাদেরকে বহন করা জাহাজ ডুবে গিয়েছিল। পরে দস্যুরা আরেকটি জাহাজে করে অজানা স্থানে নিয়ে যায়। এক টুকরো রুটি খেয়ে বেঁচেছিলাম। এখন নতুন জীবন পেয়েছি।