রাঙামাটির নানিয়ারচরে উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফে দুইকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন সত্য চাকমা ওরফে ব্রত (৩০) ও বিষু কুমার চাকমা (৪২)। আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নানিয়ারচর উপজেলার বেতছড়ির সোনাইছড়ির ১৮ মাইল এলাকায় এঘটনা ঘটে। নিহত সত্য চাকমা বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি গ্রামের বাঁশী চাকমার ছেলে ও বিষু কুমার চাকমা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বক্যাছড়া গ্রামের রবি কুমার চাকমার ছেলে।
নিহতদের দুই জন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফের) কর্মী বলে দাবী করেছেন সংগঠটির রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা । অন্যদিকে, এ হত্যাকান্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থীত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপিকে) দায়ী করেছেন ইউপিডিএফ নেতা। তবে পার্বত্য চট্টগ্রাম জন জনসংহতি সমিতি জেএসএসের মুখপাত্র সজীব চাকাম এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
ইউপিডিএফ নেতা সচল চাকমা অভিযোগ করে জানান, আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নানিয়ারচর উপজেলার বেতছড়ির সোনাইছড়ি ১৮ মাইল এলাকায় সত্য চাকমা সাংগঠনিক কাজে বের হন। এ সময় আগে থেকে ওঁত্ পেতে থাকা ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পূর্ব ও পশ্চিম দিক থেকে এসে হানা দিলে সত্য চাকমা পালানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং গুলি করে হত্যা করে। এরপর সন্ত্রাসীরা নিজ দোকান থেকে বিষু কুমার চাকমাকেও ধরে নিয়ে যায়। পরে অর্ধেক রাস্তায় নিয়ে গিয়ে তাকেও গুলি করে হত্যা করে ফেলে যায়। তাদের হত্যার পর সন্ত্রাসীরা রামহরি পাড়ার দিকে পালিয়ে যায়।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান এঘটনায় সত্যতা স্বীকার করে জানান, নিহতের ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালাচ্ছে।