রাজধানীর মিরপুরের কালশীতে বিহারীদের সঙ্গে এলাকাবাসী এবং পুলিশের ব্যাপক সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।। আরও তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
শবেবরাত উপলক্ষে আতশবাজী (পটকা) ফোটানোকে কেন্দ্র করে শনিবার ফজর নামাজের পর এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) এ সংঘর্ষ চলছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরপরই বিহারী পল্লীর কয়েকজন তরুণ বাজী ফুটালে স্থানীয়দের সঙ্গে তাদের তর্কবিতর্ক শুরু হয়। এ সময় পুলিশ এগিয়ে এলে ওই তরুণদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিহারী পল্লীর লোকজন বেরিয়ে এলে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে আসা পল্লবী থানার পরিচ্ছন্নকর্মী আসলাম হোসেন (৫০) রাবার বুলেটবিদ্ধ হন। পরে আরও দুজন শটগানের গুলিবিদ্ধ হন। তারা হলেন পানদোকানদার বদর উদ্দিন (৪৫) ও মো. আরজু (২১)। তাদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।