রংপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্চি আপেলকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। নগরীর জুম্মাপাড়া ভাট্টাবাড়ীর একটি পুকুরপাড়ে বৈঠক করার সময় শনিবার রাত সাড়ে ১০টায় পুলিশ তাকে গ্রেফতার করে।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হুমায়ুন কবীর জানান, পিচ্চি আপেল ওই এলাকায় বেশ ক'জন সন্ত্রাসীকে নিয়ে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান এবং কোতোয়ালি থানার বেশ কজন উপপরিদর্শকসহ পুলিশ সদস্যরা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পিচ্চি আপেল গ্রেফতার হয়। পুলিশ সেখান থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও তিন-চারটি চাপাতি উদ্ধার করে।
হুমায়ুন কবীর আরও জানান, পিচ্চি আপেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা ও অস্ত্র আইনে দুটিসহ ১০টি মামলা রয়েছে।