মিরপুরের কালশীর বিহারি ক্যাম্পে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় পল্লবী থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১০ জনের হত্যার জন্যে পুলিশ বাদী হয়ে একটি, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি, বাকী চারটি স্থানীয়রা করেছেন।
রোববার এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার অপারেশন অফিসার ইয়াসিন গাজী।
দায়ের করা প্রতিটি মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তবে, নিহতদের আত্মীয় স্বজন কোনো মামলা দায়ের করেননি।