ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আবু বকরকে পাঁচদিনের ও একই সঙ্গে কায়সার এবং পাপনকে তৃতীয় দফায় দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবুল কালাম আজাদ বকরের সাতদিন ও কায়সার এবং পাপনের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।
বিচারক খায়রুল আমিন শুনানি শেষে আবু বকরকে পাঁচদিন ও কায়সার এবং পাপনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া গ্রেফতারকৃত ২১ জনকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।